Wellcome to National Portal

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, লাকসাম, কুমিল্লা কার্যালয়ের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, লাকসাম, কুমিল্লার থেকে প্রাপ্ত সেবাসমূহের তালিকা।

ক্রমিক নং-

সেবার নাম

বিবরণ

০১।

বিভিন্ন লাইসেন্স প্রদান

খাদ্যশস্য ব্যবসায়ীদের মাঝে, খুচরা/ পাইকারী, অটোমেটিক রাইস মিল, হাস্কিং রাইসমিল, ময়দামিল, আটাচাক্কি, খাদ্যবান্ধব ডিলার, ওএমএস ডিলার লাইসেন্স প্রদান ও নবায়ন করণ ।

০২।

ধান/ চাল সংগ্রহ

সংগ্রহকালীন সময়ে সরাসরি কৃষকের আ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ এবং চাল সংগ্রহকালীন সময়ে চুক্তিকৃত মিল হইতে সিদ্ধ/ আতপ চাল সংগ্রহ করা হয়।

০৩।

সংগ্রহকৃত ধান/ চালের বিল পরিশোধ

ধান/চালের বিল WQSC এর মাধ্যমে সরাসরি ব্যাংক হইতে পরিশোধ করা হয়।

০৪।

খাদ্যবান্ধব এবং ওএমএস চাল/ 

আটা বিতরণ

বাজার মূল্য স্থিতিশীল রাখতে ওএমএস এবং কর্মভাবকালীন সময়ে খাদ্যবান্ধব চাল বিতরণ করা হয়।

০৫।

বাজার পরিদর্শন ও মনিটরিং

বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদ রোধকল্পে বিভিন্ন বাজার পরিদর্শন ও মনিটরিং করা হয়।

০৬।

বিভিন্ন ত্রানখাতে খাদ্যসশ্য বিতরণ।

উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশে বিভিন্ন ত্রানখাতে ডিও ইস্যু করা হয়।