Wellcome to National Portal

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, লাকসাম, কুমিল্লা কার্যালয়ের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

 

০১। ভিশন:-

 

(ক)  সবার জন্য পর্যাপ্ত ও নিরাপদ খাদ্য।

(খ)   খাদ্য নিরাপত্তা ও আপদকালীন খাদ্য নিরাপত্তার বিধান।

 

 

০২। ভিশন:-

 

(ক)   স্থানীয় চালকল মালিক ও কৃষকগনের নিকট হইতে খাদ্যশস্য সংগ্রহ করতঃ খাদ্য গুদামে খাদ্য মজুদ সহ নিরাপত্তা বিধান।
(খ)   সামগ্রিকভাবে দূর্যোগ ঝুকি হ্রাসের জন্য গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে খাদ্যশস্য বিতরণ।
(গ)    গ্রামীণ দরিদ্র জনগনের দূর্যোগ ঝুকি হ্রাসে ও জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজনে সামাজিক নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ।
(ঘ)   দূর্যোগ জনিত কারণে (অগ্নিকান্ড, জলোচ্ছাস, বন্যা ঘুর্নিঝড় ইত্যাদি) ক্ষতিগ্রস্থ লোকদের জরুরী খাদ্য সহায়তা প্রদান। 
(ঙ)   বাজার দর সরকারের নিয়ন্ত্রনের মধ্যে রাখার জন্য খোলা বাজারে চাল বিক্রয় (ও.এম.এস.) কার্যক্রম চালু করা।
(চ)   হতদরিদ্রদের জন্য ন্যর্যমূল্যে খাদ্যশস্যে বিতরন কার্যক্রম চালু করা।
(ছ)   ৪র্থ শ্রেণী সরকারী কর্মচারীদের মধ্যে ন্যর্য্যমূল্যে খাদ্যশস্য বিতরণ।